হুসাইন মোহাম্মদ রুবেল বিজয়নগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত চারটি ইটভাটায় মোট ১৭ লক্ষ টাকা জরিমান করেছেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া।
১৭ই মার্চ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলাপ্রশাসন ব্রাহ্মণবাড়িয়া এর সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব ফয়েজুন্নেছা আক্তার এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। মেসার্স মক্কা বিক্সস, বিকিনগর ৬লক্ষ, মেসার্স নিউ সততা ব্রিকস রামপুর ৩লক্ষ, মেসার্স টুষ্টার ব্রিকস (জিহাদ ব্রিকস) ৬লক্ষ টাকা জরিমানা ও আংশিক গুড়িয়ে দেওয়া হয় এবং মেসার্স টি এন্ড সি ব্রিকস-৩, পাইকপাড়া ২লক্ষ টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
৪টি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) মোতাবেক মোট ১৭ লক্ষ টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো: রাখিবুল হাসান
এ বিষয়ে উপপরিচালক, মোঃ নয়ন মিয়া জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদ্বয়কে অবৈধ ইটভাটা বন্ধের, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ , লাইম ও জিপসামের তৈরি FAL-G ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলা এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.