এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে ইফতার মাহফিলে মোরেলগঞ্জ ও শরণখোলার দুই উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের বসেছে এক মিলন মেলা।
গতকালবিকেলে বিএনপি নেতার নিজ বাস ভবনে আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
উপজেলা বিএনপি আহবায়ক শহিদুল হক বাবুল-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপি আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, শরণখোলা প্রেস ক্লাবের সভাপতি শেখ মোহাম্মাদ আলী, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক রেজা , পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রমুখ।
প্রধান অতিথি কাজী খায়রুজ্জামান শিপন বলেন, সৎ ও সাহসী সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্যায় ও অনিয়ম তুলে ধরে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান তার একটি দৃষ্টান্তমূলক উদাহরণ।সমাজের দর্পণ সাংবাদিকরাই সমাজে পরিবর্তন আনতে পারে। সে ক্ষেত্রে প্রকৃত সাংবাদিকরা ঐকব্যদ্ধ হয়ে এক ছাদের নিচে সকলকে অবস্থান নিতে হবে। সাংবাদিকদের মধ্যে কোন বিভেদ নয় আগামি দিনগুলো রাষ্ট্রের উন্নয়নে সাংবাদিকদের সঠিক দায়িত্ব পালন করতে হবে।##
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.