আজকের ক্রাইম ডেক্স
পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১০ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ড. এম আমিনুল ইসলাম।
প্রধান উপদেষ্টার এ বিশেষ সহকারী বলেন, এ বিষয়ে আমি কিছুই বলতে চাইছি না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
সরকারের চাপে বা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমি এসব বিষয়ে কিছুই বলতে চাই না। আমি আমার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি।
পদত্যাগ করে বড় কোনো দায়িত্ব নিচ্ছেন কি না জানতে চাইলে এম আমিনুল ইসলাম বলেন, এ বিষয়েও আমি কিছু বলতে চাইছি না।
তিনি আরও বলেন, আমি পদত্যাগ করলেও কোনো না কোনোভাবে শিক্ষার সঙ্গে থাকব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.