রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,উপজেলা মানবাধিকার কমিশন ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি এবং প্রেসক্লাবের উপদেষ্টা এটিএম মোস্তফা সরদার (৬২) আর নেই। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগ ও যুবলীগ এবং বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি। এছাড়াও তিনি বিডিএস’র সাবেক এরিয়া ম্যানেজারসহ বানারীপাড়ার ঐতিহ্যবাহী নবীণ সংঘ,পাবলিক লাইব্রেরী,উজ্জীবন শিশু স্বাস্থ্য কেন্দ্র,ইয়াতিম খানা,হাই কেয়ার স্কুল ও নতুনমুখ সাহিত্য সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম এটিএম মোস্তফা সরদার বানারীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক ইয়াসমিন রেজা নির্মলার স্বামী,পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন সরদার ও মো. জাহিদ হোসেন সরদারের বড় ভাই এবং সেনাবাহিনীর মেজর রিয়াদ হোসেন সাব্বিরের শ^শুর। শনিবার (১ মার্চ) সকাল ৯টায় বানারীপাড়া পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় কেন্দ্রীয় ঈদগাঁহ মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে তার মৃত্যুতে জেলা,উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন এবং বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.