মো: নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি: বানারী পাড়া দক্ষিন নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন গত বছরের ৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর পদত্যাগ পত্র দাখিল করেন। পদত্যাগ পত্র দাখিলের ১১ দিন পরে গত বছর ১৪ই সেপ্টেম্বর তার কাছ থেকে জোর করে পদত্যাগ পত্র নেওয়া হয়েছে মর্মে উল্লেখ করে বানারী পাড়া থানায় একটি জিডি করেন যার জিডি নাম্বার ৫০৯। উক্ত জিডির প্রেক্ষিতে গত বছরের ১ অক্টোবর বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা সুমি বানারীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। দীর্ঘ তদন্তের পরে বানারী পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তফা চলতি মাসের ৬ তারিখে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত প্রতিবেদনে জোর করে পদত্যাগ পত্র নেওয়ার বিষয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। আদালতের বিচারক রেনেসা খান উক্ত তদন্ত প্রতিবেদন প্রাপ্ত হয়ে চলতি মাসের ৯ ফেব্রুয়ারি মোঃ জামাল হোসেনের জিডি খারিজ করে দিয়েছেন। এতে করে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন বলে প্রমাণিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.