আজকের ক্রাইম ডেক্স :: পটুয়াখালীতে কোস্টগার্ড ও র্যাবের যৌথ অভিযানে আলাদা স্থান থেকে চার লাখ ইয়াবাসহ ১৬ কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) মধ্যরাত পর্যন্ত জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন পশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে অভিযান চালিয়ে মাদক ও কারবারিদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্তাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত এবং খলিল আহম্মদ। তারা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কলাপাড়ার নিজামপুর কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র্যাব সদস্যরা এই অভিযান চালায়। অভিযানে একটি নামবিহীন ট্রলারে জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবন অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা আরও তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এ চক্রের মূলহোতাকে আটক করা যায়নি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি; যোগ করেন লেফটেন্যান্ট কমান্ডার তানভীর।
তিনি জানান, জব্দ ট্রলার, উদ্ধার মাদক ও গ্রেপ্তারদের মহিপুর থানায় হস্তান্তরসহ মামলা হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.