মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের হুদাপাড়ায় বিজিবির টহলদল ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা মূল্যের ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান শুক্রবার সকালে সংবাদকর্মীদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালান সীমান্তবর্তী একটি বাড়ীতে পরিত্যাক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।এই তথ্যের ভিক্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে গোপনে অবস্থান নেয়। বিজিবি’র সশস্ত্র টহলদল ওই দিন আনুমানিক সন্ধ্যা ৬টায় হুদাপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই গ্রামের মরহুম রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ীর পাশে পরিত্যাক্ত গোয়াল ঘর তল্লাশি করে।এসময় বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়াল ঘরের ভিতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে।পরে জব্দ করা প্যাকেট হতে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।এ ব্যাপারে নায়েক ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছে ও জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.