রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দেশজুড়ে অব্যাহত ধর্ষণ ও নারী সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকের দ্রুত বিচার আইনে সর্বোচ্চ শাস্তিসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বানারীপাড়া সরকারি মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল ও বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শুরু হয়ে ব্যানার-প্লাকার্ড হাতে থাকা শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর বিক্ষোভ মিছিলটি বানারীপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এক পর্যায়ে এতে সাধারণ জনগন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলোত্তর ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পলাশ দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ শাহরিয়ার আহমেদ সজীব । এসময় তিনি বলেন, সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। রাস্তা কিংবা নিজ বাসার সামনে কেউ নিরাপদ নয়। নারীদের কোথাও নিরাপত্তা নেই। তাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি দাবি রেখে বলছি,অবিলম্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন,তা না হলে মানুষ আবার সড়কে নামতে বাধ্য হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.