মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায়
স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই এর ঘটনার কয়েক ঘন্টার মাথায় পুলিশ ৪ ছিনতাই কারীর কাছে থাকা লুণ্ঠিত মালামালসহ ছিনতাই কাজে ব্যবহৃত ২টি হাসুয়া ও মোটরসাইকেল উদ্ধার করা করেছে।
মঙ্গলবার দুপুর ১টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানায়,সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় দর্শনার দর্শনা হরিশচন্দ্রপুর গ্রাম থেকে ৪ ছিনতাই কারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতাররা হলেন দর্শনার হরিশচন্দ্রপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে মওলা বকস্ (৫৪), দামুড়হুদা ওসমানপুর বেদেপোতা গ্রামের মৃত রমজান আলীর ছেলে ছালাম (৩৫), দর্শনা সড়াবাড়ীয়া গ্রামের মৃত মজিবর শাহের ছেলে শাহাবুদ্দিন বদ্দি (৪২), দামুড়হুদা পীরপুরকুল্লা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আসকার (৪৬)। পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা আরও জানান, ২৩ ফেব্রুয়ারি রাতে সাব্বির সাগর ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসসয় দর্শনার হরিশচন্দ্রপুর গ্রামে ৪ ছিনতাইকারী সাব্বিরকে কুপিয়ে জখম করে তার স্ত্রীর কাছে থেকে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হলে দর্শনা থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। এরপর গ্রেফতার আসামিদের কাছে থাকা লুণ্ঠিত স্বর্ণের বালা ও নগদ ২৫ হাজার টাকা এবং ঘটনায় ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.