ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে প্রঙ্গণে মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), জেলা পরিষদ ইমরান শাহারিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার এবং উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর ফারহানা ইয়াসমিন। এছাড়া জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে ব্যানার ও ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায়
গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সচিবসহ স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাদের মতামত তুলে ধরেন।
আলোচনায় অতিথিবৃন্দ স্থানীয় সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব, গণতান্ত্রিক কাঠামোতে এর ভূমিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা স্থানীয় সরকারের কার্যক্রম আরও জনবান্ধব ও দক্ষতার সঙ্গে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.