মাহমুদ হাসান রনি,
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল এক অভিযান চালিয়ে ৪২৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ ২ জনকে কে আটক করেছে।
বুধবার রাত ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে উপপরিদর্শক সাহারা ইয়াসমিন, উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম রাসেলসহ একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ বাজারে এক অভিযান চালায়। এসময় ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের পুটি মণ্ডলের ছেলে আবুল কালাম আজাদ (৪৩) ও চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকডিহি গ্রামের আব্দুল মালেকের ছেলে রাসেল (২৫) ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার অভিমুখে পৃথক দুটি মোটরসাইকেলে বড় দুটি কার্টুন নিয়ে আসতে দেখলে তাদেরকে চ্যালেঞ্জ করেন। পরে আবুল কালামের মোটরসাইকেলে থাকা কার্টুন থেকে ২২৪ বোতল ও রাসেলের মোটরসাইকেল থেকে ২০৪ বোতল অবৈধ অ্যালকোহল জব্দ করা হয়। রাতেই তাদেরকে আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে নেওয়া হয়।
এদিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন বলেন, একজন ডিঙ্গেদহ অপরজন বদরগঞ্জ বাজারে এই অবৈধ অ্যালকোহল ডেলিভারি দিতে যাচ্ছিলেন। আমরা খবর পেয়ে তাদের দুজনকে হাতেনাতে আটক করি। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.