---------- Forwa
ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন সিটি ক্লাব ও পাঠাগার এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন থেকে সরে দারালেন হাসনাইন তালুকদার দিবস। ষোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারী ক্লাবটিতে দ্বি-বার্ষিক (২০২৫-২০২৬) সাধারন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এতে অন্যান্য পদের সাথে সাধারন সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আজাদ হোসেন পান্না এবং হাসনাইন তালুকদার দিবস নামের ক্লাবের দু'জন সদস্য। অন্য পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও থাকছেনা সাধারণ সম্পাদক পদে। এ পদের প্রার্থী হাসনাইন তালুকদার দিবস অনেক আগেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
এ নির্বাচনের কিছু ত্রুটি তুলে ধরে প্রার্থী দিবস তালুকদার ক্লাবের নির্বাচন পরিচালক প্রধান বরাবরে একটি লিখিত পত্র দিয়েছেন বলেও জানিয়েছেন গনমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক ক্লাবের অনেক সদস্য। তারা আরো জানান সাধারন সম্পাদক পদটির প্রার্থীদের মধ্যে বিরোধ এবং হট্টোগোল সৃষ্টির জন্যও মাঠে নেমেছিলো ক্লাবের সিনিয়র একটি সিন্ডিকেট।
তবে সাধারন সম্পাদক প্রার্থী দিবস তালুকদার গনমাধ্যমকে জানান, 'আমি মনে করি আমার প্রতিতিদ্বন্দ্বি প্রার্থী আমার চেয়ে দক্ষ এবং যোগ্য। সিটি ক্লাব একটি পুরোনো প্রতিষ্ঠান, এখানে আমরা একটা পরিবার। নিজেদের আন্তদন্দ্ব যাতে না থাকে আমি সেই বিষয়টা মাথায় রেখেই নির্বাচন থেকে সরে গিয়ে অপর প্রার্থীকে মাঠ ছেরে দিয়েছি।'
এদিকে ভোটের মাঠ ছেড়ে দিলেও সাধারন সম্পাদক পদের ব্যলট পেপারে থাকবে দিবস তালুকদারের নাম। তিনি মনোনয়ন পত্র প্রত্যাহারের সময়ের মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি । ভোটাররা তাকে ভোট দিতে চাইলেও থাকবেনা আইনি বাধা। একথা জানিয়েছেন নির্বাচন পরিচালনা প্রধান ছালেক আজাদ সোহাগ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.