মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব কর্তৃক চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আশরাফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে আমাদের ব্যপক ভাবে সমাজের কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সেখান থেকে উত্তিন্ন হলে তারপর চূড়ান্ত পর্যায়ে পৌছে রাজনীতি।
প্রচলিত রাজনীতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে মাওলানা মামুনুল হক বলেন, ‘কাজটি করলে কি হয়? এই প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন হবে, প্রয়োজন কি? আপনারা আজ যে কার্যালয়টির উদ্বোধন করেছেন, যদি এটিকে আরোও সম্প্রসারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কি? যদি ইসলামের প্রচারে আমাদের কার্যক্রমের স্বার্থে প্রয়োজন হয় তখন আপনারা সেটা করবেন। আমাদের প্রধান লক্ষ, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা।
এ সময় খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান সহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.