মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার কেরু এ্যান্ড কোম্পানীর দর্শনাস্থ সীমানা তল্লাশি(সার্স) শুরুর ভিতরেই উদ্ধার হলো ৪ টি লাল টেপ জড়ানো ৪ টি বোমা।আগের দুদিনের পাওয়া ২টি বোমা বিশেষজ্ঞদল বিস্ফোরণ ঘটিয়েছেন।
রবিবার সকাল থেকে দর্শনাস্থ কেরুজ এলাকায় জেলা পুলিশের উদ্যোগে ও সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হয় সীমানা তল্লাশি(সার্স)।এসময় পুলিশ,ডিবি,আনসার,কেরুজ নিরাপত্তা বাহিনী পুরা এলাকা সার্স করতে থাকে।তাদের সহযোগী করেন সেনাবাহিনীর একটি দল।উদ্দেশ্য সার্স করে ঘোষনা দেয়া বোমা আতঙ্কের পরিসমাপ্তি ঘটনাে। কিন্তু সার্স করার এক পর্যায়ে কেরুজ নফর সংগঠনের কার্যালয়ের পিছনে দেখা মেলে লাল টেপ মোড়ানো ৪ টি বোমা সাদৃশ্য। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখেছে।পূর্বের ন্যায় আজ আবারও রাজশাহী থেকে সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল এসে বোমা নিস্ক্রিয় করবেন।উল্লেখ গত বৃহস্পতিবার ১ টি ও শনিবার ১ টি বোমা কেরুজ ক্লাব মাঠের সামনে ও পিছন থেকে উদ্ধার হয়।পরে সেনাবাহিনীর টিম এসে তা বিষ্ফোরণ ঘটিয়েছি ল। দামুড়হুদা - জীবননগর সার্কেলের দায়িত্বরত এএসপি জাকিয়া সুলতানা বলেন, প্রশাসনের পক্ষ থেকে বোমার বিষয়ে তদন্ত করছে।শীগ্রই রহস্য উন্মোচন হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.