তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হয়েছেন পঞ্চগড় জেলা পরিষদের সাবেক সদস্য প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪২)। শনিবার রাতে ভজনপুর এলাকা থেকে আটক করে পুলিশ।
গতকাল রোববার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন পুলিশ। আলমগীর কবির ভজনপুর ইউনিয়নের গনাগছ গ্রামের তসির উদ্দিনের ছেলে।
জানাযায়, আলমগীর কবির জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান। ২০২২ সালের ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তাকে বাংলাবান্ধা বিএনপি অফিস ভাংচুর ও নেতাকর্মীদের উপর হামলা মামলায় আটক করা হয়েছে বলে জানা যায়।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির বলেন, শনিবার রাতে অপারেশন ডেভিল হান্টের অভিযানে আলমগীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.