ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের বিনয়কাঠি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত কমিউনিটি বিষয়ক মতবিনিময় সভার এবং ভিডিও প্রদর্শন বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ২নং বিনয়কাঠি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আহসান হাবীব।উক্ত সভা উপস্থাপন করেন মোঃ গোলাম রব্বানী উপজেলা সমন্বয়কারী ঝালকাঠি সদর। প্রথমে রেজিস্ট্রেশন ও অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব সম্পন্ন হয় পরে সভাপতির স্বাগত বক্তব্য এবং সভার শুভ উদ্বোধনী ঘোষণা করেন।
গ্রাম আদালত তৃতীয় পর্যায়ে পরিচিতি ও আইনি কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। একই সাথে প্রশ্নোত্তর পর্ব চলে, বিভিন্ন প্রশ্ন উত্তর প্রদান করেন উপজেলা সমন্বয়কারী।
গ্রাম আদালতে অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে বিরোধ ও বিবাদ নিষ্পত্তি সুযোগ রয়েছে , দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে বিরোধী নিষ্পত্তিতে সুযোগ পায়। গ্রাম আদালত অনধিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা মূল্যমানের ফৌজদারি ও দেওয়ানী বিরোধী নিষ্পত্তি করতে পারে। গ্রাম আদালত হলো স্থানীয় পর্যায় বিরোধ বা বিবাদ নিষ্পত্তির ব্যবস্থা যা ন্যায্য বিচার লাভে সহায়তা করে। গ্রাম আদালতে সবাই অল্প সময়ে স্বল্প খরচে এবং অতি সহজে প্রতিকার পায়। গ্রাম আদালতের আবেদন পত্র দাখিলের ফিস ছাড়া অন্য কোন খরচ নেই। গ্রাম আদালত উচ্চতর আদালতের মামলা জট কমাতে সাহায্য করে। গ্রাম আদালতে আইনজীবী নিয়োগের বিধান নেই ।পরবর্তীতে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন করানো হয়। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা/হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, ওয়ার্ড মেম্বারবৃন্দ-১২ জন সহ, ০৯ টি ওয়ার্ডের অগ্রসরমান ও নেতৃস্থানীয় ব্যক্তি, বিভিন্ন পেশাজীবি, সমাজকর্মী, শিক্ষক, নারী নেত্রী, এনজিও কর্মী, পুরোহিত, ইমাম গ্রামপুলিশসহ মোট ৪৫ জন এই সভায় অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.