মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার ৫ থানা এলাকায় অপারেশন ডেভিল হান্টে ৯ জন আওয়ামীমীল ও তার অংগসংগঠনের ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস সাংবাদিকদের জানান, সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে ৯জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য সাঈদ আহম্মেদ উৎস (২৫), চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার বাড়াদী গ্রামের মকবুল হোসেনের ছেলে বাড়াদী ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান (৪০),আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে জামজামি ইউপি যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি জামিরুল ইসলাম (৩৫), ভাংবাড়িয়া গ্রামের ইখতার আলী মণ্ডল ছেলে ভাংবাড়িয়া ইউপি যুবলীগের সভাপতি রেজাউল করিম (৩৭), দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে দামুড়হুদা ইউপির ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি হাসান আলী (৪৪), জীবননগর উপজেলার নিধিকুন্ড গ্রামের ইয়াছিন আলীর ছেলেআন্দুলবাড়ীয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাশেদ মিয়া (৫০), দর্শনা থানার কৃষ্ণপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে নেহালপুর ইউপি যুবলীগের সহ-সম্পাদক সালাউদ্দিন (৩৩), দর্শনা থানার কুন্দিপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে নেহালপুর ইউপি আওয়ামী লীগের সহ-সম্পাদক জামাল উদ্দিন (৫৫), দর্শনা থানার ডিহি কৃষ্ণপুর গ্রামের রমজান মণ্ডলের ছেলে নেহালপুর ইউপি আওয়ামী লীগের দফতর সম্পাদক মফিজুল ইসলাম (
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস আরও জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার পাঁচটি থানায় দায়ের করা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.