ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের তিন সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন ।কমিটির সদস্য হলো আহবায়ক আজাদুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু ।স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি উপহার দেওয়ায় ৭ জানুয়ারি ঝালকাঠি শহরে শুভেচ্ছা মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে দেশে শেষ হয়।নতুন আহবায়ক কমিটির সদস্যদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল।
নতুন কমিটির আহবায়ক আজাদুর রহমান বলেন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে দলের জন্য কাজ করে এসেছি দলের কেন্দ্রীয় নেতারা সঠিক মূল্যায়ন করেছে ।ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহবায়ক কমিটি উপহার দেয়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ও
কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি জননেতা এস.এম. জিলানী ও কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা রাজিব আহসান ভাই সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন স্বেচ্ছাসেবক দলের নামে কেহ যদি কোন চাঁদাবাজি দখল বাজি করে কাউকে ছাড় দেওয়া হবে না। কোন চাঁদাবাজের স্থান স্বেচ্ছাসেবক দলে হবে না ।স্বেচ্ছাসেবক দলের কাজ হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অসহায় মানুষের সহযোগিতা করা। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্র থেকে তা আমি মৃত্যুর আগ পর্যন্ত সঠিকভাবে দায়িত্ব পালন করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.