তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী সারাদেশের ন্যায় তেঁতুলিয়ায় চলছে হালনাগাদ কার্যক্রম।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ এনায়েত কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদৎ হোসেন রঞ্জু, জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম, সাংবাদিকসহ ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এর আগে গত ২০ জানুয়ারি থেকে সারাদেশ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমটি চালু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি ডাটা এন্টির মাধ্যমে এই ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা শামীম হোসেন। এ সময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নতুন ভোটার হালনাগাদ নিয়ে সুবিধা ও অসুবিধা নিয়ে বেশি কিছু প্রশ্ন এবং পরামর্শ প্রদান করা হয়েছে।
সকলের প্রতি নির্বাচন কর্মকর্তা অনুরোধ করে বলেন, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কেউ ভুল তথ্য বা ভুল কাগজপত্র দিয়ে কোনো ভাবেই ভোটার না হতে পারে। কোনো রোহিঙ্গা যেনো ভোটার না হতে পারে সে দিকেও আমাদের সজাগ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ছবি তোলার সময় সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.