ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে পূর্ব চাদকাঠি এলাকার রংধনু ক্লাব ও পাঠাগারের আয়োজনে বুধবার বিকেল ৪ টায় শহরের ইশারা কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের সহযোগিতায় ১শত অসোহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সম্পদের সুসম বন্টন যে যেটা পাওয়ার যোগ্য সেটা তার কাছে পৌঁছে দেওয়া। তিনি আরো বলেন আমাদের দেশে ব্যতিক্রম দেখি মাঝে মাঝে যার এক কেজি খাবার দরকার সে ১০ কেজি সংগ্রহ করার চেষ্টা করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর( সার্কেল) মহিতুল ইসলাম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন,
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছিমুল হাসান, সমাজকর্মী অ্যাডভোকেট সিফাত ই জেরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক রংধনু ক্লাব ও পাঠাগারের অলিউর রহমান মিন্টু গাজী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রংধনু ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মিয়া।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.