মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় খুলনা বিভাগের যুব ফোরামের আয়োজনে বিভাগের ১০টি জেলার স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে যুব ফোরাম, খুলনা বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আরা খাতুন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।
আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ, ভিক্টোরিয়া জুবলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আসাদুজ্জামান লিমন, যুব ফোরাম খুলনা বিভাগ ও চুয়াডাঙ্গা জেলার মোঃ জামাল উদ্দিন। এসময় খুলনা বিভাগের ১০টি জেলার ৫০জন স্বেচ্ছাসেবক কে সম্মাননা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.