আজকের ক্রাইম ডেক্স : পটুয়াখালীর দশমিনায় সাইদুর রহমান নামে জনস্বাস্থ্যের এক সহকারী প্রকৌশলী ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মারুফ বিল্লাহ সুমনসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে।
দশমিনা থানা পুলিশ জানায়, ইয়াবা বেচাকেনার সময় জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী সাইদুর রহমানসহ তিন জনকে ৩২২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামের একটি ঘরে ইয়াবা বেচাকেনার সময় তাদের গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতার সাইদুর রহমান ভোলার তজুমদ্দিন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে সহকারী প্রকৌশলীর দায়িত্বে আছেন। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বাউফলের ৬নং ওয়ার্ডে।
তার বাবার নাম খলিলুর রহমান। দশমিনা থানার ওসি মোহাম্মদ আবদুল আলীম বলেন, এ ঘটনায় একটি মাদক মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.