রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় গত প্রায় তিনদিন ধরে সাজ্জাদ (১৮) নামের এক কলেজ ছাত্র রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ কলেজে ক্লাস করতে গিয়ে অদ্যবধি আর বাড়ি ফেরেননি। বিশেষ চাহিদা সম্পন্ন সাজ্জাদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী আঃ সালামের একমাত্র ছেলে। এ ব্যাপারে আঃ সালাম বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, কলেজ ছাত্র সাজ্জাদকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের বাবা-মা পাগল প্রায়। তারা তাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। ####
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.