ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের নতুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন এর উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে স্কুলের সামনে শিক্ষার্থী মানববন্ধন ও বিক্ষোভ করছে। এ সময় শিক্ষার্থীরা বলেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষা গুরু জনাব মোঃ তোফাজ্জাল হোসেন স্যার-এর উপর অমানবিক হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রধান শিক্ষক স্যারকে স্বসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে না আনা পর্যন্ত অবিরাম মানববন্ধন ও ক্লাস বর্জন চলবে।
শিক্ষার্থীরা আরো বলেন আমরা আমাদের স্কুলে কোন রাজনীতি চাই না কমিটি নিয়ে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আমাদের স্কুলে ভাঙচুর ও প্রধান শিক্ষকের উপর হামলা করেছে। সেই হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।
হাড়ের পক্ষে আমরা মানববন্ধন করায় আমাদের অনেক হুমকি দিচ্ছে এলাকার সন্ত্রাসীরা এবং স্কুলে আসতে নিষেধ করছে। আমাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে আমরা এর বিচার চাই।
শিক্ষার্থীরা বলেন কমিটিতে কোন রাজনৈতিক দল নয় ইউএনও সভাপতি করে কমিটি দিতে হবে।
মানববন্ধনে অভিভাবকরা বলেন আমাদের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে এবং আমাদের সন্তানদের স্কুলে আসতে নিষেধ করছে আমরা এখন আতঙ্কে আছি।
উল্লেখ্য গত ১৯শে জানুয়ারি বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পূর্ব প্রস্তুতি কালে প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা মোবাইলে গান চালানোর অপরাধে ৬-৭ জন শিক্ষার্থীকে পিটাইয়ে আহত করে।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর করে এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়।
সেই থেকেই স্কুল কমিটি ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.