তেঁতুলিয়া (পঞ্চগড) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে মাঝিপাড়া কমলা বাগান এলাকায় তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩১/৪ এস হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ ব্যাটালিয়নের বিজিবির নায়েব সুবেদার সৈবুর রহমানের নেতৃত্বে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাবান্ধা-পঞ্চগড়গামী এসআর পরিবহন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে বাসের ভেতর থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মাদকের মূল্য ২০ লাখ ৭৪ হাজার টাকা।
প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.