ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের আগারবাড়ী এলাকায় মৃত এনায়েত হোসেনের ছেলে প্রতিবন্ধী মামুন এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে নতুন একটি অটো রিকশা কিনে ঝালকাঠি শহরে চালাতেন। যা আয় হতো তা দিয়ে কিস্তি চালাতে এবং মা ,স্ত্রী,ও সন্তানের মুখে খাবার দিতেন। ভালোই চলত পরিবার কিন্তু হঠাৎ তার পরিবারের উপর নেমে আসে কালো মেঘের থাবা।
গত বারুই জানুয়ারি রবিবার গভীর রাতে পাঁচটি তালা কেটে চোরের দল অটো রিক্সাটি নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার ঝালকাঠি সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। চুরি হওয়ার পর থেকে কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা আসবে বাড়ি ছেড়ে তারা পালিয়ে থাকেন। সেই থেকে পরিবারের বুকে খাবার দেয়ার মত কোন অর্থ নেই তাদের কাছে তারপর কিভাবে দিবে কিস্তির টাকা। এলাকাবাসী কেহ চাল ডাল দিয়ে সহযোগিতা করছেন। অটোচালক মামুনের একমাত্র কন্যা মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে।
এলাকাবাসী বলেন মামুন একটি ভালো ছেলে যদি কোন অসহায় ব্যক্তি রাস্তা দিয়ে হেটে যায় তিনি জোর করে অটো রিক্সায় নিয়ে আসে। এবং আমাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় রাত যত গভীর হোক না কেন মামুনকে ডাক দিলে সে অটোরিকশা নিয়ে হাজির হয় সেই বাড়িতে।
এলাকাবাসী বলেন সমাজের বিত্তবানদের কাছে আমাদের আবেদন অসহায় পরিবারের আপনারা পাশে দাঁড়াবেন। যদি মামুনের একটি অটোরিকশা হয় তাহলে কিস্তির টাকা পরিশোধ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।
মামুনের মা কেঁদে কেঁদে বললেন আমার পরিবারের এখন কি দেখবে ছেড়ে যা আয় করত তা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের জায়গা জমি বিক্রি করার মতো কিছু নেই। কিস্তি উঠিয়ে ছেড়ে একটি রিক্সা কেনে তা দিয়ে সংসার চালাতে।
এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.