মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম -২০২৫ উপলক্ষে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কার্যালয়ের যৌথ আয়োজনে পরিষদের সভাকক্ষে এই সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কে এইচ তাসফিকুর রহমান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দর্শনা থানার অফিসার ইনচার্জ শহীদ তিতুমীর, দামুড়হুদা প্রেস ক্লাবের সভাপতি শামসুজোহা পলাশ, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ ,সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান খান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, হাউলী ইউপি চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, কুড়ালগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী,দামুড়হুদা দাখিল মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক, উপজেলা ইমাম সমিতির সভাপতি বনি ইয়ামিন, দামুড়হুদা সদর ইউপির সংরক্ষিত নারী সদস্য হাসিনা খাতুন,উপজেলা নির্বাচন অফিসের ডাটা এন্ট্রি অপারেটর মারুফ বিল্লাহ,নাহিদ হাসান প্রমূখ। সভায় উপস্থিত বক্তরা বলেন ভোটার হালনাগাদ কার্যক্রম একটা গণতান্ত্রিক দেশের গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার ।যারা ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন কোন নাগরিক যেন বাদ না যায় সেদিকে গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।তাই ভোটার হতে ইচ্ছুক নাগরিকদের তথ্য নেওয়ার সময় গুরুত্ব দিয়ে তথ্য লিপিবদ্ধ করতে হবে যেন কোন শব্দের বানানসহ আনুষঙ্গিক তথ্য ভুল না হয়। দামড়হুদা উপজেলা একটা সীমান্তবর্তী এলাকা এখানে সীমান্ত ঘেঁষে বাংলাদেশের অনেকের বৈবাহিক সুত্রসহ আত্মীয়তার সম্পর্ক রয়েছে এই সুযোগে যথাযথ নিয়ম না মেনে যদি কেউ ভোটার হতে চাই এবং বাংলাদেশে অবস্থানরত বিরজমান সমস্যা রোহিঙ্গারা যাতে ভোটার না হতে পারে সেদিকে সতর্ক থাকতে হবে। ভোটার হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্যতা রাখে এমন ব্যক্তিদের সম্পৃক্ত করতে ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে এজন্য ইউনিয়ন ভিত্তিক মাইকিন করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালানো এবং প্রতিটি মসজিদে জুম্মার নামাজের সময় ইমাম সাহেবের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর ব্যবস্থা করতে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের কেউ যেন ভোটার হতে বাদ না পড়ে সে বিষয়ে যথাযথ গুরুত্ব দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.