সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি৷।
নীলফামারীর ডিমলায় খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খোলা বাজারে ওএমএসের চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।সোমবার(১৩ জানুয়ারি) সকালে উপজেলা সদরের শুটিবাড়ি মোড় ও ইসলামিয়া কলেজ মোড়ের প্রফেসর পাড়ায় খোলা বাজারে চাল বিক্রয়ের দুটি (ওএমএস)কার্যক্রমের উদ্বোধন করা হয়।সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল ক্রয় করতে পারবেন।এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুহুল মোসাদ্দেক, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল ইসলাম লিটন, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক আশিক-উল ইসলাম লেমনসহ ডিলারেরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা যায়, সরকারের খাদ্য মন্ত্রণালয়ের আওতায় ও উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে উপজেলা সদরের দুইজন ওএমএস ডিলারের মাধ্যমে প্রতিদিন চাল বিক্রয় করা হবে। প্রতিদিন একজন ডিলার এক মেট্রিক টন করে চাল সরকারি খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করবেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.