ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে রবিবার ১২ই জানুয়ারি সকালে বিডিআর কল্যাণ পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত পরিকল্পিত হত্যাকাণ্ডের মামলা বাতিলসহ ৩ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের নেতৃত্ব দেন নায়েক মোঃ জাহাঙ্গীর মোল্লা (সমন্বয়ক )বিডিআর কল্যাণ পরিষদ, ঝালকাঠি।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তৎকালীন ফ্যাসিবাদী সরকার পাশ্ববর্তী দেশকে সন্তুষ্ট করা এবং সেনাবাহিনীর সামর্থ্য ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে প্রতিশোধ ও ক্ষমতা সুদৃঢ় করার লক্ষ্যে পিলখানায় একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে হত্যাকাণ্ড সংঘটিত করে। এই হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়ে ১৮,৫২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়। বক্তারা চাকরিচ্যুত সকল বিডিআর সদস্যদের পুনর্বহালসহ ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন পালন করেন।
৩ দফা দাবিগুলো হলো:
ক) তৎকালীন সরকার সংবিধান বহিঃর্ভুত প্রজ্ঞাপন দিয়ে বিশেষ আদালতের মাধ্যমে বিডিআর সদর দপ্তর, পিলখানার ভিতরে এবং বাহির ব্যাটালিয়ন সমূহে নিরপরাধ বিডিআর সদস্যদের অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে তাদেরকে চাকুরিতে পুনঃবহাল এবং সরকারি সকল প্রকার সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
খ) তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ এবং নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে ২/৬ ধারা বাদ দিতে হবে।
গ) সাজার মেয়াদ শেষ হওয়ার পরও নিরপরাধ যে সকল বিডিআর সদস্য জেল বন্দী আছেন তাদের মুক্তি দিতে হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.