বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
বরিশালের গৌরনদীতে অবৈধভাবে নদীর মাটি কাটা, ইটের সাইজ সঠিক না থাকা ও ইট পোড়ানোতে কাঠ ব্যবহারের দায়ে এমএসএস ইটভাটায় মালিক আল-মামুন খানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন ২ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে বাউরগাতি এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করেন। পরে ফায়ার সার্ভিসের সমন্বয়ে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়। এ বিষয়টি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.