রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আ. জলিল (৫০( নামের পক্ষাঘাতগ্রস্থ এক রোগীকে মুখোশধারী দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অমানবিক ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ আ. জলিলের বাসায় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শিশুপুত্র আব্দুর রহমানের ডাক চিৎকার শুনে প্রতিবেশীর ঘরে থাকা স্ত্রী রিমা বেগম ও বড় ছেলে অনীক ছুটে আসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা বাসার পিছনের বাগান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আ. জলিলকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল জলিলের স্ত্রী রিমা বেগম জানান,ওই এলাকার ইউনুসসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি গাছ বিক্রিতে তারা বাঁধা দেয়। এনিয়ে থানায় শালিসী চলমান রয়েছে। এর আগেও তার স্বামীকে একাধিকবার পিটিয়ে আহত করা হয়েছে। গাছে বেঁধেও তাকে নির্যাতন করা হয়েছে। হামলায় মাথায় আঘাতের কারনে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন। ওই একই চক্র মুখোশ পড়ে এবারও তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.