ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় অবৈধ ৩ টি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা এবং একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে ।
৩০ ডিসেম্বর সোমবার পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগ ও ঝালকাঠি জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, ঢাকার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে ও পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেরা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আনজুমান নেছা এর উপস্থিতিতে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত- ২০১৯) অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর, ঝালকাঠি জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আমিনুল হক প্রসিকিউশন প্রদান করেন। এছাড়া এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, পুলিশ, ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ান, বরিশাল ও ফায়ার সার্ভিস, ঝালকাঠি সহযোগিতা করেন। অভিযান পরিচালনাকালে অবৈধ ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সর মহল এলাকার মেসার্স সরদার ব্রিকসে ২ লাখ ,ফয়রা এলাকার মেসার্স থ্রি স্টার ব্রিকসে ৫ লাখ ,
গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকসে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং কানুদাসকাঠি এলাকার সেভেনষ্টার ব্রিকস বন্দ করে দেওয়া হয়েছে। এসব ইট ভাটার কিলন ও কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়েছে।
এবিষয়ে ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন গত কাল থেকে অভিযান চলছে ঝালকাঠি জেলায় কোন অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না।
জেলায় পর্যায়ক্রমে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.