বি এম মনির হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টারঃ-
গতকাল বিকেল পাঁচ ঘটিকায় সেগুনবাগিচা কচিকাচার মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশন এর উদ্যোগে বেস্ট এন্টারপ্রেনারশিপ অ্যাওয়ার্ড ২০২৪। উক্ত অনুষ্ঠানে পর্যটন শিল্পে অসামান্য অবদান রাখায় বিশেষ করে ঢাকা,আশুলিয়া,সাভার,গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ সহ ঢাকা বিভাগের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে নিরলস ভাবে কাজ করায় অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা রিজিয়ন টুরিস্ট পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম কে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে পপ সম্রাটের জনক জনপ্রিয় শিল্পী ফেরদৌস ওয়াহিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নজরুল গীতি গায়িকা ফেরদৌস আরা। উল্লেক্ষ্য যে পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক পিপিএম ঢাকা রিজিয়নে টুরিস্ট পুলিশ সুপার হিসেবে যোগদান করেন ২৫ শে সেপ্টেম্বর ২০২৩। উক্ত সময়কালে তিনি ঢাকা রিজিয়নের বিভিন্ন হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট ও ট্যুরিজম স্পটগুলোতে টুরিস্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। বিশেষ করে প্রতিটা হোটেল,রিসোর্ট,রেস্টুরেন্ট এ পর্যটকদের সুবিধার্থে টুরিস্ট পুলিশের হট লাইন নাম্বার স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। ফলে এ সমস্ত স্পটগুলোতে পর্যটকরা নির্ভয়ে এবং নিশ্চিন্তে আসতে পারছে এবং টুরিস্ট পুলিশের তথ্য ও সেবা গ্রহণ করছে। পর্যটন শিল্পে অসামান্য অবদানের জন্য ইতিপূর্বে ও জনাব মোঃ নাইমুল হক পিপিএম দেশি এবং বিদেশি বিভিন্ন সম্মাননা প্রাপ্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.