নিজস্ব প্রতিবেদ :: বরিশালের হিজলা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মেডিকেল অফিসারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বি.এম সোলায়মান। এ ঘটনায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কর্মরতরা।
তারা অভিযোগে জানান,
অপারেশন ক্যাম্প চলাকালে বর্তমান মেডিকেল অফিসার F. W.A. ও ক্লায়েন্টের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন৷ যে কারনে মাঠে কাজ করার সময় দম্পতিদের কাছে আমাদের অপমানিত হতে হয়।
এছাড়াও অপারেশন থিয়েটারের মধ্যে মেডিকেল অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নিয়ে নানারকম বিষোদগার করেন। যে কারনে সেবা প্রত্যাশিদের কাছে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
অভিযোগকারীরা আরও জানান, আমাদের এ উপজেলা নদী মাতৃক এলাকা বিধায় ক্যাম্পে ক্লায়েন্ট নিয়ে আসতে একটু দেরি হলে মেডিকেল অফিসার সোলায়মান ক্লায়েন্টদের ইমপ্লান্ট না পড়িয়ে ফেরত পাঠায়। ইমপ্লান্ট গ্রহণকারীদের পরবর্তী সমস্যা হলে কোন পদক্ষেপও গ্রহণ করেন না ও ইমপ্লান্টের মেয়াদ শেষ হলেও ক্লায়েন্টদের ইমপ্লান্ট খুলে দেন না। ফলে আমরা মাঠপর্যায়ে গেলে ক্লায়েন্টের কাছ থেকে লাঞ্চনার শিকার হতে হয়।
নেতিবাচক এসব ঘটনার প্রতিকার চেয়ে হিজলায় একজন দুরদর্শী ও মানবিক মেডিকেল কর্মকর্তা নিয়োগের আবেদন জানান অভিযোগকারীরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.