বিশেষ প্রতিনিধি :
বরিশালের এয়ারপোর্টে থানা এলাকায় এক ভুয়া পুলিশ আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, অভিষেক ওরফে সোম অভি(৩০), পিতা- লক্ষ্মন চন্দ্র সোম ওরফে পলাশ সোম, মাতা- অনিতা রানী বিশ্বাস, সাং- পতিহার, থানা- আগৈলঝড়া, বর্তমানে- কালিবাড়ী রোড (উত্তর), ১৯ নং ওয়ার্ড, সরদার ম্যানশন আলম মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা- কোতয়ালী, জেলা- বরিশাল ইং ২৬/১২/২০২৪ তারিখ রাত অনুমান ১০.৩০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন ২৯ নং ওয়ার্ডস্থ ইছাকাঠী শাহ পড়ান সড়ক হাতেম আলী মসজিদ সংলগ্ন জনৈক রানা হাওলাদার এর হোটেলে সামনে এসে স্থানীয় কতিপয় লোকজনদেরকে নাম-ঠিকানা জানতে চায় সে নিজেকে স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে জানায় যে, এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের তালিকা করার জন্য এসেছে। তাহার নিকট থাকা উক্ত তালিকায় দুলাল মৃধা এবং সোহেল ইসলামদ্বয় নাম আছে বলে তাদেরকে ডেকে জানায় যে, তারা যদি টাকা-পয়সা দেয় তবে তাদের নাম তালিকা থেকে বাদ দিবে। দুলাল মৃধা এবং সোহেল ইসলামদ্বয়ের সন্দেহ হলে প্রতারক অভিষেক ওরফে সোম অভি তাদেরকে পরিচয়পত্র (পুলিশ আইডি কার্ড) এবং ওয়াকিটকি (ওয়ালেস) সেট দেখায়। বিষটি থানার অফিসার ইনচার্জ সাহেবের গোচরীভূত হলে তিনি উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করেন। সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিএমপি, বরিশাল মহোদয়ের দিক-নির্দেশনা ও উপ-পুলিশ কমিশনার (উত্তর), জনাব রুনা লায়লা, বিএমপি, বরিশাল সাহেবের পরিকল্পনায় এয়ারপোর্ট থানার এসআই/মোঃ আল-আমিন নাঈম এর নের্তৃত্বে ০১ টি চৌকস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কখনো স্পেশাল ব্রাঞ্চের অফিসার, কখনো ডিবি পুলিশ পরিচয়ধারী প্রতারক অভিষেক ওরফে সোম অভিকে উপস্থিত জনসাধারনের উপস্থিতিতে নিবির জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে একজন প্রতারক বলে নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে। উপস্থিত অসংখ্য জনতার উপস্থিতিতে তার হেফাজত হতে স্পেশাল ব্রাঞ্চের ০৩ টি, পুলিশের ০১ টি মোট ০৪ টি নকল আইডি কার্ড। ০১ টি কালো রংয়ের ওয়াকিটকি (ওয়ারলেস সেট), ০২ টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করে। আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামী জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.