মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর চেকপোস্টের সামনে পাশ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ভারতীয় মদসহ এক ভুয়া পুলিশকে আটক করেছে। আটককৃত ভূয়া পুলিশকে শুক্রবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা-বিজিবি-৬ ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আন্তর্জাতিক চেকপোস্টে (আইসিপি) দর্শনা আইসিপিতে কর্মরত হাবিলদার মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আইসিপির সামনে হতে ভারতীয় এক বোতল মদ ও একটি রিয়েলমি মোবাইলসহ ভুয়া পুলিশ কনস্টেবল পরিচয় প্রদানকারী ঝিনাইদহ জেলার নগরবাথান গ্রামের মন্টু লাল ঘোষের ছেলে শিমুল কুমার ঘোষ (৩৪)কে আটক করে। সে প্রথমে নিজেকে পুলিশ দাবী করলেও পরে সে স্বীকার করে যে সে পুলিশ নয়।রাতেই তার বিরুদ্ধে মামলা দিয়ে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।শুক্রবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.