তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ শিক্ষকতা পেশা নয় এটা একটা নেশা অন্যকে আলোকিত করাই শিক্ষকদের নেশা। শিক্ষক ছাত্র সম্পর্ক এমন নিবিড় হওয়া উচিত যেন আলোকিত মানুষ হয়ে অন্যের মাঝে আলো ছাড়াতে পারে। বেশি বেশি বই পড়তে হবে বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে। আপনাদের নিজেদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
তেঁতুলিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নওশাদ জমির এসব কথা বলেন।
রোববার সকালে উপজেলা শিক্ষক পরিবারের আয়োজনে মাঝিপাড়া মহিলা কলেজ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া শাখার সভাপতি ও ভিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ।
উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল হক ও ফকিরপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাৎ হোসেন রঞ্জু, সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ আল করিম সরকার, হামিদুল হক, মামুনুর রশীদ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.