আজকের ক্রাইম ডেক্স
যশোরের শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে ভিজিডির চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।
অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার নাম রাকিবুল ইসলাম রিপন। তিনি দলের দলের আহ্বায়কের পদে রয়েছেন। অন্য অভিযুক্তরা হলেন- মাসুদ, রনি, ফারুক হোসেন, তৌহিদ হোসেন ও উজ্জ্বল হোসেনসহ আরও অনেকে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ইউনিয়ন থেকে ভিজিডি’র চাল নিয়ে বাড়ি ফিরছিলেন তাসলিমা বেগম, হাজিরা বেগম, আনোয়ারা বেগম, মিতা পারভীন, বিলকিসসহ আরো কয়েকজন অসহায় নারী। তারা চাল নিয়ে ভ্যানযোগে বাড়ির উদ্দেশে রওনা হলে ছিনতাইকারী দলের সদস্যরা তাদের মারপিট করে ভ্যান থেকে ২০ বস্তা চাল ছিনিয়ে নেয়।
ভুক্তভোগীরা বলেন, আমরা গরিব তাই সরকার থেকে কার্ডের মাধ্যমে আমাদের জন্য ভিজিডির চাল দেওয়া হয়। বৃহস্পতিবার চাল নিয়ে যাওয়ার সময় আমাদের হুমকি দিয়ে সব চাল ছিনতাই করে নেয়। আমরা এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ছিনতাইয়ের এ ঘটনায় আসামিদের নাম উল্লেখ করে শার্শা থানায় এক নারী বাদী হয়ে মামলা করেছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির আব্বাস বলেন, চাল ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ১৫ বস্তা চাল উদ্ধার করেছে। মামলাটি তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.