মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানিতে ২০২৪-২৫ সালের আখ মাড়াই মরসুমে (৮৭তম)ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে শুরু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ৩ টায় দর্শনাস্থ কেরু এ্যান্ড কোম্পানির ২০২৪-২০২৫ চলতি মৌসুমের জন্য ডোঙ্গাতে আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই করে চিনি উৎপাদন শুরু হয়েছে। এর আগে কেইন কেরিয়ার প্রাঙ্গণে চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাব্বিক হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্র।বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশন কর্তৃক ২০২৪-২৫ আখ মাড়াই মরসুমের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে। করপোরেশনের লক্ষমাত্রা অনুযায়ি এ মরসুমে নির্ধারন ছিলো ৫ হাজার ১শ একর জমিতে আখচাষ । যার মধ্যে কৃষকের জমির পরিমান ৩ হাজার ৪৫৫ ও কেরুজ নিজস্ব জমিতে রয়েছে ১ হাজার ৬৪৫ একর আখ। ফলে ৬৫ মাড়াই দিবসে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করতে হবে। যার গড় মাড়াই হার ১ হাজার ১৫০ মেট্রিকটন। চিনি আহরণের গড় হার নির্ধারিন করা হয়েছে ৬ দশমিক শূন্য শতাংশ। চিনি উৎপাদনের লক্ষমাত্রা রয়েছে ৪ হাজার ২শ মেট্রিকটন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.