জামাল কাড়াল বরিশাল ব্যুরো।
বরিশালে যাত্রীবাহী দুটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ যাত্রীবেশী তিন মাদক বিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।আটককৃতরা হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রবিপুর এলাকার সালাম হাওলাদারের ছেলে মান হাওলাদার, কুড়িগ্রামের সুতিরপাড় এলাকার আহালু শেখের ছেলে আবু সাঈদ ও বরগুনার পাথরঘাটার পূর্ব লেমুয়া এলাকার মৃত সাহেব আলীর ছেলে রায়হান ইসলাম।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এনায়েত হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।এ সময় একাধিক বাসে তল্লাশি চালানো হয়। বেলা ১২টার দিকে চট্টগ্রাম থেকে বরিশালগামী আলিফ পরিবহনের বাসে তল্লাশি চালানোর সময় আবু সাঈদ ও মান হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে ব্যাগের ভেতর থেকে এক হাজার পিস ইয়াবা বের করে।’তিনি আরও জানান, অভিযান চালানোর দুই ঘণ্টা পর সোর্স মারফত জানা যায়, ইয়াবার আরও চালান আসছে। ওই সংবাদের ভিত্তিতে আবারও বাসে অভিযান চালানো হয়।বরিশালগামী সাকুরা পরিবহনে তল্লাশি চালিয়ে একইভাবে মাদক বিক্রেতা রায়হান ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে রায়হান ৩ হাজার পিস ইয়াবা তাদের হাতে তুলে দেন।
গোয়েন্দা কর্মকর্তা এনায়েত হোসেন আরও বলেন, ‘এরপর আটকদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তিন জনকে থানায় সোপর্দ করা হয়।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.