তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
‘‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় নানান আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হীরাকান্ত রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহবুবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ বর্মন, অনুরাংশু সেন স্বপন, কলেজ শিক্ষক ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক পায়েলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুশীল নাগরিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আতাউর রহমান মানিক।
আলোচনা সভায় সারাদেশে ঘটে যাওয়া বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম বিষয়গুলো তুলে ধরে দুর্নীতি মুক্ত দেশ গড়তে আগামী প্রজন্মের তরুণদের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। #
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.