ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠি প্রেসক্লাবের সামনে জেলা কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঝালকাঠি'র উদ্যোগে সোমবার ২রা ডিসেম্বর সকালে আলু, পেঁয়াজ ও খোলা সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও বাজার দর নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কনজুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), ঝালকাঠির সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ এর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটগুলোর কারণে চরম অরাজকতা চলছে। সরকারি শুল্ক ছাড় ও আমদানির পরেও কমছে না নিত্যপণ্যের দাম। পেঁয়াজ, আলু, সয়াবিন তেল ও চালের বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। তারা সিন্ডিকেটগুলো ভেঙে দ্রুত বাজার নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.