মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুর সীমান্ত থেকে বিজিবি প্রায় ৩৮ লাখ টাকা মূল্যের ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করেছে।
শনিবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর কাজী আসিফ আহমদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সুলতানপুর সীমান্ত দিয়ে স্বর্ণ চোরাচালান হবে। খবর পেয়ে সুলতানপুর বিওপি কমান্ডার হাবিলদার আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সকাল ১০টায় সীমান্ত পিলার ৭৭/৫-আর হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের ভেতরে ছয়ঘরিয়া গ্রামের মসজিদের সামনে অবস্থান নেন।
এসময় মোটরসাইকেল যোগে তিনজনকে এলাকা দিয়ে সীমান্ত থেকে দর্শনা অভিমুখে দিকে যেতে দেখে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল ঘুরিয়ে সীমান্তের দিকে পালানোর চেষ্টা করে। টহলদল তাদেরকে ধাওয়া করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী তার সঙ্গে থাকা একটি প্লাষ্টিকের ব্যাগ ফেলে দৌড়ে বাগানের ভেতর পালিয়ে যায় এবং অপর দুই আরোহী মোটরসাইকেল নিয়ে দ্রুত সীমান্ত অভিমুখে পালিয়ে যায়।বিজিবি টহলদল চোরাকারবারিদের ফেলে যাওয়া প্লাষ্টিকের ব্যাগটি জব্দ করে ভেতর থেকে স্কচটেপে মোড়ানো ৩০৬ গ্রাম ওজনের ভারতীয় তৈরি ২২টি স্বর্ণের গহনা উদ্ধার করে। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৩৮ লাখ টাকা।পরে উদ্ধার করা বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.