মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা পৌর আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র জয়নাল আবেদিন নফর দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক হয়েছে।
মঙ্গলবার দুপুরে সেনাবাহিনী আটককৃত নফরকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
গ্রেপ্তারকৃত জয়নাল আবেদিন নফর ওরফে নফর দর্শনার পৌর ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্যানেল মেয়র ও কেরুজ শ্রমিক নেতা।চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের কোর্টমোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ওই দিন রাতে দর্শনা দক্ষিণ চাদপুর নফরের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে ২টি রামদা, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি ও ৬টি চাপাতি উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জাহাঙ্গীর জানান, নফরের বিরুদ্ধে স্বর্ণ, মাদক চোরাকারবারী, অবৈধ অস্ত্র, হত্যা, অগ্নিসংযোগসহ বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে। তিনি এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.