চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় লুকিয়ে থাকা মেহেরপুরের ইউপি চেয়ারম্যানকে র্যাবের একটি দল মধ্যরাতে আটক করেছে।
সোমবার ভোরে মেহেরপুর র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহের নেতৃত্বে একটি দল চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া থেকে মেহেরপুর জেলার মুজিব নগর উপজেলার মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুল(৪৪)কে আটক করে।
তার বিরুদ্ধে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ছিল।
র্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ আরও বলেন,গত ৫ আগস্ট বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে মামলা দায়ের করে।
মামলা নং—২০, তারিখ ২৮/০৮/২৪ ধারা—সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(ক)/৭(৬)(খ)১০/১১/১২/১৩ এবং মেহেরপুর সদর থানার মামলা নং—০৬, তারিখ ১৯/০৮/২৪ ধারা— সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী) ২০১২ এর ৬(২)/৭(৫)/৭(৬)(খ) /১০/ ১১/১২/১৩।
আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। পরে মামলাটি মেহেরপুর সদর থানায় নথিভুক্ত করা হয়।
মামলা দায়েরের পর থেকে আসামি ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিলেন।তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার হাসপাতাল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।সকালে আটককৃত মফিজুল ইসলামকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.