ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি কে লাঞ্ছিত করার প্রতিবাদে নলছিটি উপজেলার শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ছয়টায় চায়না মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নলসিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মামুন অর রসিদ ,পৌর শ্রমিক দলের সহ সভাপতি দেলোয়ার হোসেন , পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন , সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার ,নলছিটি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন নলছিটি পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিম হাওলাদার সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন শাজাহান উমরের অনুসারীদের কমিটি অনুমোদন না দেওয়ায় গত ১৫ ই নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকন নিজ বাসায় জেলা শ্রমিক দলের সভাপতি আমাদের নেতা টিপু সুলতানকে লাঞ্ছিত করেছেন। আমরা শ্রমিক দল আমাদের সভাপতি টিপু সুলতানের নেতৃত্বে আন্দোলন করে আসছি তাকে লাঞ্ছিত করা মানে সকল শ্রমিককে লাঞ্চিত করা হয়েছে। আমরা রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আকনের বিচারের দাবী জানাই পাশাপাশি তাকে দল থেকে বহিষ্কার করার জোড় দাবী জানাই ,কারণ সে শাজাহান ওমরের অনুসারী।
উল্লেখ্য গত ১৫ ই নভেম্বর রাজাপুর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক নাসিম আকনের বিচারের দাবিতে ঝালকাঠি জেলা শ্রমিক দল শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
এ বিষয়ে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম আপন বলেন ঝালকাঠি জেলা শ্রমিক দলের সভাপতি মো: টিপু সুলতানকে লাঞ্ছিত করার কোন ঘটনা ঘটেনি। তার সাথে কথা কাটাকাটি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.