মো: নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট পৌর মহিলা দলের কমিটি গঠন করা হয়েছে।বরিশাল জেলা (দক্ষিণ)মহিলা দলের সভাপতি ফাতেমা রহমান ও সাংগঠনিক সম্পাদক ইয়াসমীন আক্তার পারুলের অনুমোদনে,বানারীপাড়া উজিরপুর বিএনপির দুর্দিনের কান্ডারী,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টুর নির্দেশনায়, পৌর বিএনপি'র আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েলের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি শাহিদা বেগম, সহ-সভাপতি সেলিনা বেগম, নাসিমা বেগম, জোসনা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক পলি বেগম, খাদিজা, সাংগঠনিক সম্পাদক রুমা খানম, সহসাঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদাউস, ফরিদা বেগম, কোষাধক্ষ্য কাজল বেগম, প্রচার সম্পাদক রেখা বেগম, সহ প্রচার সম্পাদক তানজিলা আক্তার , দপ্তর সম্পাদক সুরাইয়া বেগম, সহ দপ্তর সম্পাদক তানজিলা আখতার কনা,সদস্যরা হলেন মাকসুদা বেগম, রোজিনা আক্তার, নাদিরা, খাদিজা আক্তার, মাহিনুর বেগম, ফাতেমা বেগম, পারভিন। এ ব্যাপারে নবনির্বাচিত পৌর মহিলা দলের সম্পাদক মাধবী খানের কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকার আমলে আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি তারপরও আন্দোলন ও সংগ্রামে যুক্ত ছিলাম।বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার সে ত্যাগের সম্মান আজকে দিল আমি কৃতজ্ঞতা জানাচ্ছি উজিরপুরের বানিরপাড়ার গণমানুষের নেতা এস শরফুদ্দিন আহমেদ সান্টু ভাইয়ের প্রতি ও বানারী পাড়ার থানা বিএনপির সভাপতি এবং সম্পাদকসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমার জন্য দোয়া করবেন যাতে আমার উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে তা যেন সঠিকভাবে পালন করতে পারি ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.