মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পানবরজের পিছনে টিকটকার মুন্নি হত্যার দূ' আসামী মানিক আলী মুন্সি ও তার সহযোগী পারভেজ মহাসিন স্বপনকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়,মুন্নি ৯ নভেম্বর সকালে আলমডাঙ্গার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। ৫ দিন পর ১৪ নভেম্বর তার অর্ধগলিত বিবস্ত্র মরদেহ হাজরাহাটি - বোয়ালমারি সড়কের একটি পানবরজের পিছন থেকে পুলিশ উদ্ধার করে। মরদেহের ট্যাটুর মাধ্যমে মুন্নির পরিচয় তার পরিবারের কাছে শনাক্ত হওয়ার পর তার পরিবার থানায় হত্যা মামলা দায়ের করে।মামলার পর পুলিশ তদন্তে নামে। এরপর দু''জনকে গ্রেফতার করে।পুলিশ তদন্তে জানতে পারে মুন্নি পূর্বে মানিকের সাথে সম্পর্কিত একটি ব্ল্যাকমেইলিং ঘটনার শিকার হয়েছিলেন। এক সময়, মুন্নি মানিকের কাছ থেকে ২০ হাজার টাকা আদায় করে এবং তার পর থেকে মানিকের মধ্যে ক্ষোভ জমে ওঠে। পরে, ৯ নভেম্বর সন্ধ্যায়, মানিক এবং তার সহযোগী পারভেজ মুন্নিকে আবারো ডেকে নেয় বোয়ালমারি শ্মশান এলাকায়।মুন্নি সেখানে গিয়ে শারীরিক সম্পর্কের প্রস্তাবে সম্মতি জানায়, তবে কিছু সময় পর ৫ হাজার টাকা নিয়ে তাদের সঙ্গে চুক্তি ভেঙে ফেললে, মানিক ক্ষিপ্ত হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর, তাকে হাত-পা বেঁধে জঙ্গলে ফেলে চলে যায়।গ্রেফতারকৃত আসামিরা তাদের অপরাধ স্বীকার করে এবং আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তারা জানিয়েছে, মুন্নি তাদেরকে ব্ল্যাকমেইল করেছিল, এবং ওই ঘটনার পর মানিক প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অপরাধীদের গ্রেফতার করা হয়েছে এবং আমরা নিশ্চিত করব যে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.