তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী যোগদানের পর প্রথমবারের মতো তেঁতুলিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক, সরকারি দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি'র সভাপতিত্বে তেঁতুলিয়ার উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন, জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল হাকিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন বিপ্লব, ভজনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিপন মোঃ হাবিবুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক, পঞ্চগড় প্রেসক্লাবে আহবায়ক সরকার হায়দার, তেঁতুলিয়া প্রেসক্লাবের আহবায়ক জাবেদুর রহমান জাবেদ, তিরনইহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসাইন প্রমূখ।
সভায় বক্তাদের বিভিন্ন মতামতের ভিত্তিতে তেঁতুলিয়াকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে আগামী দুই বছরের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহন করা হয়।
পরে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার আক্রান্ত এক রোগীর পরিবারের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.