মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার দর্শনা থানাধীন সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা গ্রামে গভীর রাতে সেনাবাহিনী ও এনএসআই যৌথ অভিযান চালায়।এসময় ভারতীয় ৯৬ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারি আটক হয়েছে।
শনিবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর খান সজীবুল ইসলামের নেতৃত্বে ক্যাপ্টেন আশিকুর রহমান, এনএসআই সহকারী পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, নয়ন কুমার রায়, ফরহাদ আহমেদ, মিজানুর রহমান ও সেনাবাহিনীর সদস্যরা দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামে অভিযান চালায়। এ সময় গ্রামের আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রমজান(২৮)'র বাড়িতে অভিযান পরিচালনা করে।পরে তার হেফাজতে থাকা ৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ফেন্সিডিল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। এবং আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.